Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

অফিস সম্পর্কিত

কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন একটি স্বায়ত্ব শাসিত প্রতিষ্ঠান হিসেবে বিএডিসি’র ভিত্তি ঢাকা শহর কেন্দ্রিক হলেও এর সেবার পরিধি সমগ্র বাংলাদেশে বিস্তৃত। বিএডিসিতে বীজ সরবরাহ ব্যবস্থা শুরু হয় বীজ উইং এর বিভিন্ন বিভাগের মাধ্যমে। বিএডিসি’র খামার বিভাগ, আলুবীজ বিভাগ, পাটবীজ বিভাগ, সব্জী ও ডাল-তৈলবীজ খামার, কন্ট্রাক গ্রোয়ার্স বিভাগ,  ধান গম ও ভূট্টার উন্নততর বীজ উৎপাদন বিভাগের মাধ্যমে উৎপাদিত বিভিন্ন ফসলের বীজ আঞ্চলিক বীজ সংরক্ষণাগার/ট্রানজীট গুদাম ও জেলা/উপজেলা বীজ বিক্রয় কেন্দ্রের মাধ্যমে বিএডিসি’র নিবন্ধিত বীজ ডিলার ও সরাসরি চাষিদের কাছে সরবরাহ করা হয়ে থাকে।

ঢাকা জেলায় ১০০০ মে.টন ধারণ ক্ষমতা সম্পন্ন আঞ্চলিক বীজ বিক্রয় কেন্দ্র (গাবতলী) হতে জেলার ৭২ (বাহাত্তর) জন বীজ ডিলারের মাধ্যমে ও সরাসরি চাষি পর্যায়ে বিএডিসি’র উৎপাদিত উন্নতমানের বিভিন্ন ফসলের বীজ সরবরাহ করা হয়।